বরগুনা প্রতিনিধিঃ
বরগুনা সদর উপজেলার ৬ নং বুড়িরচর ইউনিয়নের বড় লবণগোলা গ্রামের রশিদ মৃধা কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। শুক্রবার সকাল ১১ টায় বড়লবনগোলা মূল সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, রশিদ মৃধা মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে যাহার সি আর মামলা নং ৮১৯/২০২২ ধারা ১৪৩/৩২৩/৩৭৯/৪২৭/৪৪৭/৫০৬, আমরা মিথ্যা মামলা প্রত্যাহারে দাবী জানাই। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। ভুক্তভোগী আবুল বাশার জানান আব্দুর রশিদ মৃধা এলাকার একজন মাদক ব্যবসায়ী ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে তার ভয় এলাকায় কেউ মুখ খুলছেন না তিনি আমাদের ৬০ বছরে ভোগ দখলীয় জমি আমরা চাষাবাদ করি আসছি ২৭ নং করাইতলা মাইঠা মৌজায় এস এ খতিয়ান নং ২৫০ দাগ নং ৫৪২৪ ৫০২৪/৫০৪২/ ৫০৪৪/ ৫১৪৭/ ৫১৪৮ /৪১৮৯ /৪১৯৩/৪১৯৫/৪১৯৮/ এবং ২৬৬ নং খতিয়ানের দাগ ২৬৭/৩০৭/৩০৮ /৪৫০ দাগের মালিককে ও রেকর্ডি ও সূত্রের মালিক থাকিয়া ভোগ দখল করে আসছি। প্রতি বছর জমি চাষাবাদের সময় আসলে আব্দুর রশিদ একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে আমরা মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আবেদন সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য অনুরোধ করছি। এ ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা চাচ্ছি ।আমরা গরীব অসহায় তাই আমাদের বিরুদ্ধে একের পর এক হয়রানি করে যাচ্ছেন আব্দুর রশিদ আমরা এর বিচার চাই। আবুল বাশার আরো বলেন আমরা পুলিশ সুপারের কাছে আবেদন করেছি বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের কাছে মামলাটি দিলে গোয়েন্দা পুলিশ আব্দুর রশিদকে নোটিশ দিলে আব্দুর রশিদ উপস্থিত না হয়ে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে আমরা এ বিষয়টা মাননীয় পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply