মাসুদ মৃধা মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই স্লোগানকে সামনে রেখে জীবনের ঝুঁকি নিয়ে বিভিন্ন স্থানে রক্তদান করেন । কাফরুল ব্লাড ফাউন্ডেশনের কর্মীবৃন্দ।আজ কাফরুল ব্লাড ফাউন্ডেশন পরিবারের ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল রক্তদাতা এবং সেচ্ছাসেবী ভাই বোনদের কে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন!এই পর্যন্ত আমরা ২৪৭৮ ব্যাগ ব্লাড মেনেজ করে দিতে সক্ষম হয়েছি!মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।এ কথা যেমন সত্য তেমনি ভাবে একজন মানুষ হিসেবে আরেকজন অসহায় মুহূর্ষ রোগীর পাশে দাঁড়িয়েছেন কাফরুল ব্লাড ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবী ও রক্তদাতা। এই সংগঠনটি ২০২০ সালে ঢাকা ক্যান্টনমেন্ট,উত্তর কাফরুল এলাকায় সাত্তার আহমেদের নেতৃত্বেকয়েকজন সদস্য নিয়ে প্রথম কর্মসূচি পালন করেন। এরপর প্রতিষ্ঠাতা সভাপতি সাত্তার আহমেদ আয়োজনে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একে একে বিভিন্ন মানুষের বিপদে, বিভিন্ন স্থান থেকে রক্ত জোগাড় করে রোগীর পাশে কাফরুল ব্লাড ফাউন্ডেশন এর সকল রক্তদাতা ও স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা এগিয়ে আসে। কাফরুল ব্লাড ফাউন্ডেশন এর মোট ৪০ জন সদস্য নিয়ে কাফরুল ব্লাড ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।আমরা যে যেখান থেকে পারি আমাদের সবার দায়িত্ব থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ায়”আমরা রক্ত দিয়ে আমাদের রক্তে অন্যের জীবন বাচুক সেই কামনা করি।
Leave a Reply