বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের পূর্ব বলইবুনিয়া গ্রামের আব্দুল ৪ নং ওয়ার্ডের আব্দুল রশিদ হাওলাদারের ছেলে কাঞ্চন হাওলাদার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন । একই এলাকার হাকিম হাওলাদারের ছেলে আ: কালাম এর কাছে দুই বছর পূর্বে আমার কাছ থেকে ব্যবসার জন্য দেড় লক্ষ টাকা ধার নেয়। ব্যবসার লাভঅংশ দেবে বলে আমাকে আশ্বাস দিয়ে নেন, আমার কাছে লিখিত আছে । কিন্তু কয়েক মাস ব্যবসার ভাগ দিলেও বছরখানেক আমাকে কোন ব্যবসার ভাগ দেন না এবং টাকা চাইলে আজ দেবো না হয় কাল দেব বলিয়া ঘুরতে থাকে। এ নিয়ে একপর্যায়ে এলাকায় একাধিকবার সালিশী বৈঠক হলেও আমাকে টাকা দিবে না বলে সাফ জানিয়ে দেয়। এবং আমার সাথে বোঝাপড়া আছে বলো হুমকি দেয়। এ নিয়ে আমার বিরুদ্ধে বামনা থানায় একটি ডাকাতি মামলার অভিযোগ দেয়। বামনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বশিরুল আলম গোপনে তদন্ত করে দেখেন আমার বিরুদ্ধে এ ধরনের কোন অভিযোগের সত্যতা নাই । বিধায় বামনা থানায় মামলা নেয়নি পরক্ষণে অপরাধী কালাম বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আমার বিরুদ্ধে একটি চুরি মামলা করেন যাহা বামনা থানার তদন্ত দিন আছে। এতেই ক্ষান্ত হননি সে বিভিন্ন সময়ে সাংবাদিক দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়েছেন। তারপরও গত ১৬ জুন বামনা প্রেসক্লাবের সামনে বামনা থানার কিছু যুবকদেরকে নিয়ে ও তার আত্মীয়-স্বজন দিয়ে মানববন্ধন করেছে কুখ্যাত ডাকাত কাঞ্চন কালীর গ্রেপ্তারের দাবি জানান । আমার প্রশ্ন আমি যদি ডাকাত হই তাহলে বামনা থানা সহ সকল প্রকার আইন সংস্থার কাছে আমার আবেদন তারা গোপনে ও পরোক্ষভাবে তদন্ত করে আমার বিরুদ্ধে প্রমাণ হলে আমি শাস্তি মাথা পেতে নেব। তা না হলে কালাম কেন ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে , আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে জোর আবেদন জানায়। মিথ্যা অভিযোগ প্রমাণিত হলে আইন প্রয়োগকারী সংস্থা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন । তার ষড়যন্ত্রের মূল কারণ আমার ধার দেওয়ার দেড় লক্ষ টাকা দিবে না বলিয়া আত্মসাৎ করবে বলে প্রতীয়মান হয়। তা না হলে আমার আইডি কার্ড অনুযায়ী আমার বয়স ৭১বছর , আর মামলায় কালাম দিয়েছেন ৩৫ বছর ,আমার নামে আমার বিরুদ্ধে যে স্মারকলিপি দিয়েছে সেখানে আমার বয়স দিয়েছে ৫০ বছর তাহলে আপনারাই বলুন তার উদ্দেশ্য কি, একমাত্র উদ্দেশ্য আমার কাছ থেকে ধারের দেড় লক্ষ টাকা যাতে না দেওয়া লাগে, এই ষড়যন্ত্রে লিপ্ত আছেন। কাঞ্চন আলী আরো ও অভিযোগ করে বলেন কালাম ও তার সহযোগীরা যেকোনো সময় আমার বাড়ির ও জান মালের ক্ষতি করতে পারে বলেও জানান ভুক্তভোগী কাঞ্চন আলী এ নিয়ে তিনি আইনি লড়াই করবেন বলেও জানান প্রতিবেদককে।
Leave a Reply