ব্যাপক জমকালো আয়োজনে মিরপুর প্রেসক্লাবে পালিত হল মিরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম বদরুল আলম এর শুভ জন্মদিন।
ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাব এর ঐতিহ্য ধরে রাখার প্রয়াসে মিরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য দের জন্মদিন পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় মিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে অদ্য-০৯-০৬-২০২২ তারিখে পালন করা হয় মিরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম বদরুল আলম ভাইয়ের জন্মদিন।
উক্ত অনুষ্ঠানে মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম এন জামান কামাল বলেন, মিরপুর প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব আমরা চেষ্টা করি প্রতিটা সদস্যের জন্মদিন ধুমধাম আয়োজন এর সঙ্গে পালন করতে। আজকে আমাদের মিরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম বদরুল আলম এর জন্মদিন উদযাপন করতে পেরে আমি খুবই আনন্দিত।
মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন বলেন, আজ মিরপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এসএম বদরুল আলমের জন্মদিন পালন করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা প্রতিটি সদস্যের জন্মদিন ঠিক এভাবেই পালন করতে সকলের সহযোগিতা কামনা করি।
এস এম বদরুল আলম এর অনুভূতি জানতে চাইলে তিনি আবেগে উৎফুল্ল হয়ে বললে আজ দিনটি আমার জন্য স্মরণীয় কারণ ঐতিহ্যবাহী মিরপুর প্রেসক্লাব আমার এই দিনটি জমকালোভাবে আয়োজন করেছে এতে করে আমি মিরপুর প্রেস ক্লাবের কাছে চির কৃতজ্ঞ রয়ে গেলাম।
উক্ত জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম এন জামান কামাল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী, অর্থ সম্পাদক এস এম নিপু, সহ-সাংগঠনিক সম্পাদক, আতিয়ার রহমান পাখি, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ মৃধা, সাংবাদিক রাবেয়া সুলতানা, সাংবাদিক সিরাজুম মুনিরা সহ আরো অন্যান্য সাংবাদিক ও অতিথি বৃন্দ।
Leave a Reply