বরগুনার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি বাজারে
অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে মোশারফ বয়াতির দোকানে এ ঘটনা ঘটে।
চোরেরা দোকানের তালা ভেঙে নগদ ২ লক্ষ ৪৫ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। দোকান মালিক মোশারফ বয়াতি জানান,প্রতিদিনের মতো বেচা বিক্রি করে দোকানের ক্যাশে ৩৫ হাজার টাকা,সমিতির ২ লক্ষ ১০ হাজার টাকা এবং আমার বাড়ির স্বর্ণালঙ্কার স্টিলের আলমারি তে রেখে যাই। পরদিন সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙ্গা ভেতরের ক্যাশে টাকা নেই এবং স্টিলের আলমারি তে টাকা এবং স্বর্ণালংকার ও নেই। এ ঘটনায় সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে দোকান মালিক মোশারফ বয়াতি। এলাকার সাধারণ মানুষ বলেন, পাহারাদার থাকতে এরকম চুরি হচ্ছে বিষয়টি দুঃখজনক । তদন্ত করে চোরদের ধরে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী ।
এ ঘটনায় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে চোরদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply