সোহরাব নিবার্হী সম্পাদক :
সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ বিনির্মানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় বরগুনায় অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় যোগদান করেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।
বরগুনা সরকারি কলেজ হল রুমে বরগুনা জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সন্ত্রাস ও মাদকমুক্ত, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে ছাত্র/ছাত্রীদের সাথে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বরগুনা-১ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বরিশাল রেঞ্জ। জেলা প্রশাসক হাবিবুর রহমান,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, বিশেষ অতিথির বক্তব্যে রেঞ্জ ডিআইজি বলেন সন্ত্রাস ও মাদকমুক্ত এবং সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠনে পুলিশের পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্ববান জানান। এসময় ছাত্র-ছাত্রীগন সুশিক্ষিত হয়ে দেশকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় অন্যান্যদের মাঝে অধ্যক্ষ, বরগুনা সরকারি কলেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র কলেজের শিক্ষকবৃন্দ ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে বরগুনা থানা মসজিদে যোহরের নামাজ আদায় এর পূর্বে সন্ত্রাস ও মাদকমুক্ত দেশ গঠনে মসজিদের মুসুল্লিদের সাথে সামাজিক সচেতনতা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ডিআইজি। পরে বরগুনা জেলার বামনা থানাধীন মৃত আঃ রসিদের এতিম ও অসহায় ৩ কন্যা কে বরগুনা জেলা পুলিশ এর নিজস্ব অর্থায়নে নির্মিত পাকা বসত ঘর, দোকান ও সেলাই মেশিন প্রদান করা হয়। উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বরিশাল রেঞ্জ, ডিআইজি, এস এম আক্তারুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, পাথরঘাটা সার্কেল তোফায়েল আহমেদ, বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বশির আলম ,চেয়ারম্যান, বামনা উপজেলা সহ স্থানীয় জনপ্রতিনিধি, গনমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতিম ও অসহায় ৩ (তিন) বোন পাকা বসত ঘর, জীবিকা নির্বাহের অবলম্বন দোকান ঘর ও সেলাই মেশিন উপহার পেয়ে আনন্দে আপ্লুত হয়ে জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply