মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার সীমান্ত থেকে সাড়ে ১৪ কেজি স্বর্ণের বারসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।
শুক্রবার রাত আটটার সময় সীমান্তবর্তী বড় কাবিলপুর শ্মশানঘাট এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।
আটক শাহ আলম (৩৫) চৌগাছা উপজেলার কাবিলপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদে শাহজাদপুর বিওপির টহল দল রাস্তার উপর কৃষকের বেশে থাকা সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে আটক করে।
“পরে তার দেহ তল্লাশি করে কোমরের পিছনে অভিনব কায়দায় লুকানো ১২৪টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ১৪ দশমিক ৪৫০ কেজি।”
জব্দ স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১০ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
আটককৃত স্বর্ণের বার ও আসামির বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মিনহাজ ছিদ্দিকী।
Leave a Reply