মোহাম্মদ তানভীর ইসলাম প্রান্তর প্রতিবেদন ,। প্রতিবছর ঈদুল ফিতর এবং ঈদুল আযহা মুসলমানদের এই দুটি ধর্মীয় ঈদের নামাজ মন কেড়ে নিতো হাজার মুসল্লীর, দুই বছর পর করোনা কে উপেক্ষা করে আজ খুলনা সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হল বিশাল ঈদের জামাত, আজ মুসলমানরা একসাথে ঈদের জামাত আদায় করতে পেরে অনেক খুশি, ঈদ জামাত শেষ হওয়ার পরে তাদের কাছ থেকে আরো জানা গেছে তারা এইবার নিজেদের খুশিমতো ঈদ পালন করতে পারবেন ফের করো না কে উপেক্ষা করে 2022 সালে ঈদ জামাত মুসলমানদের মনে অনেকটা আনন্দের কৌতুহল সৃষ্টি হচ্ছে যাচ্ছে,
Leave a Reply