সোহরাব নিবার্হী সম্পাদক:
‘শ্রমিক- মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্য নিয়ে বরগুনায় উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে সকালে বরগুনার টাউনহল এর সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে শ্রমিকদের ন্যায্য আদায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় শ্রমিক নেতারা শ্রমিকদের অধিকার আদায়ের জন্য সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। এবং আছর নামাজ বাদ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
শ্রমিকরা বলেন, এখনও কারখানায় শ্রমিকদের ১৫ থেকে ১৬ ঘণ্টা কাজ করতে হয়। ছোট ছোট কারখানাগুলো অতিরিক্ত সময় কাজ করায় কিন্তু পারিশ্রমিক দেয় না।
তারা আরও বলেন, আমরা শ্রমিকদের নিয়ে কাজ করতে পারি না। কারণ মালিকদের দালালরা আমাদের প্রতিবাদের কণ্ঠ চেপে ধরেছে। করোনার মধ্যেও মালিকরা কারখানা খোলা রেখেছে। তারা প্রণোদনার নামে হাজার কোটি টাকা সরকারের কাছ থেকে নিয়ে বিদেশে পাচার করেছে। আজ শ্রমজীবি মানুষের যে প্রস্তুতি তা বেঁচে থাকার জন্য।
শ্রমিকদের অধিকারে বক্তারা বলেন, কারখানায় শ্রমিকদের নিরাপত্তা নেই। শ্রমিক হত্যার বিচার হয় না। শ্রমিকদের অধিকার আদায়ে সকলকে সোচ্চার হতে হবে।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু-এমপি, জেলা প্রশাসক হাবিবুর রহমান, পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, রাইসুল আলম রিপন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা, জাতীয় শ্রমিক লীগ এর বরগুনা জেলার আহবায়ক আঃ হালিম মোল্লা, উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর শ্রমিক লীগ এর সভাপতি অ্যাড. মির্জা হুমায়ুন কবির বাচ্চু, বিভিন্ন সংগঠনেে নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবির শ্রমিক সহ প্রমুখ।
Leave a Reply