বরগুনা প্রতিনিধি: বরগুনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে হামলার শিকার হয়েছেন বাবুল মিয়া এবং তার পরিবার। বরগুনা পৌরসভার মধ্যে পুলিশ লাইন এলাকায় সাফ কবলা দলিল মূলে মালিক থেকে ক্রয় কৃত জমিতে ভোগ দখলে গেলে হামলার ঘটনা ঘটে। জমির ক্রয় কৃত মালিক বাবুল মিয়া বলেন, ২০১২ সালে আব্দুল জলিল নামের একজন রেকর্ডিং জমির মালিক সাব-রেজিস্ট্রার মূলে ৪০ শতক জমি কাছ থেকে ক্রয় করি।
জমিতে গাছপালা রোপন করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করে ওই এলাকার জামাত বিএনপি’র সন্ত্রাসী গ্রুপ আব্দুল জলিল, মুনসুর, শাহ জালাল রুমি, শাহিন আমাদের উপর অতর্কিত হামলা করে এবং জমি দখলে বাধা প্রদান করে । জমির মালিক বাবুল মিয়া বলেন আমি একজন পঙ্গু মানুষ। যার কারণে জমি দখল করতে পারছিনা।হামলার শিকার হচ্ছি।
আমি মাননীয় পুলিশ সুপারের কাছে আইনি সহায়তা চাচ্ছি। যাতে আমরা প্রকৃত জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখল করতে পারি এ ঘটনা নিয়ে বরগুনা সদর থানায় একটি মামলা হয়েছে । ভুক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ বলেন, ঘটনা শুনেছি অভিযোগ পেয়েছি তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply