মাসুদ মৃধা
স্কাউট আন্দোলন সারাবিশ্বব্যাপী শিশু, কিশোরদের আদর্শ সুনাগরিকগঠনের জন্য কাজ করেছেন। ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের এ আন্দোলন চলছে। ক্রমোন্নতিশীল স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নের লক্ষ্যে গত ১৬-১৮ এপ্রিল ২০২২ পর্যন্ত ঢাকা মহনগরীর থানাভিত্তিক স্কাউট এবং কাব স্কাউট সদস্যদের নিয়ে পারদর্শিতাব্যাজ কোর্স সম্পন্ন হলো। বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রোপলিটনের ডেমরা, কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর, চকবাজার, সূত্রাপুর, কোতয়ালী থানার স্কাউট ও কাব স্কাউটদের পারদর্শিতা ব্যাজের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় করাতি টোলাম ডেলসরকারি প্রাথমিক বিদ্যালয়ে। লালবাগ, হাজারীবাগ, বংশাল, গেন্ডারিয়া, ওয়ারী, কামরাঙ্গীচর এলাকারব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। খিলগাঁও, মতিঝিল, সবুজবাগ, পল্টন, শাহবাগ, হাতিরঝিল, তেজগাঁও থানা রপারদর্শিতাব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে। ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলানগর থানা রপারদর্শিতা কোর্স অনুষ্ঠিত হয় বি সি এস আইআর স্কুল এন্ড কলেজে। মিরপুর, পল্লবী, রূপনগর,শাহআলী থানারব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় মডেল একাডেমী মিরপুর ঢাকাতে। এছাড়া উত্তরা-পূর্ব, উত্তরা-পশ্চিম, উত্তর খান, দক্ষিণখান, তুরাগ, কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, বিমানবন্দরএলাকার স্কাউট ও কাব স্কাউটদেরব্যাজ কোর্স অনুষ্ঠিত হয় নওয়াবহা বিবুল্লাহ স্কুল এন্ড কলেজে।
ব্যাজ কোর্সের প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর জাতীয়উপ-কমিশনার প্রশিক্ষণ জনাব মিজানুর রহমান শেলী, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার প্রশিক্ষণ জনাব উত্তম কুমার হাজরা, বাংলাদেশ স্কাউটস ঢাকা অঞ্চলের আঞ্চলিক উপ-পরিচালক প্রোগ্রাম জনাব আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রো পলিটনের কোষাধ্যক্ষ জনাব সাধন কুমার বিশ্বাস, ঢাকা মেট্রোপলিটন স্কাউটসের সম্পাদক প্রিন্সিপাল মাহবুবুর রহমান মোল্লা, বাংলাদেশ স্কাউটস ঢাকা মেট্রো পলিটনের সহকারী কমিশনারগণ, জেলা স্কাউট লিডার ও জেলা কাব লিডার।
তিন দিন ব্যাপী স্কাউট ও কাব স্কাউটদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে পারদর্শীকরে গড়ে তোলে মূল্যায়ণের মাধ্যমে সনদ প্রদান করা হয়। ঢাকা মেট্রোপলিটন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২০০ স্কাউট ও ২০০ কাব স্কাউট সদস্য অংশ গ্রহণ করে। কোর্স শেষে তাদেরকে সনদপত্র এবং স্বাস্থ্য বিধিমানারলক্ষ্যে মাস্ক বিতরণকরা হয়।
Leave a Reply