বরগুনা জেলা সংবাদদাতা:
পূর্ব বিরোধের জের ধরে স্কুলশিক্ষককে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় ,আনন্দ বাজার নামক স্থানে। আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, স্কুল শিক্ষক শাহ জামাল ওরফে ফজলুর রহমান, রাত অনুমান দশটার সময় আনন্দবাজার হয়ে বাড়িতে যাওয়ার পথে তার গতিপথ লক্ষ্য করে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী নুরুল আমিন রাজু পিতা সিদ্দিক, মোঃ রাজু পিতা আনোয়ার ,কবির ঘরামী পিতা কালু ঘরামী, কবির পিতা সেলিম চৌকিদার, নয়ন পিতা মোস্তফা, সুজন পিতা আলমগীর, রিপন পিতা আফজাল, শফিকুল ইসলাম পিতা সিকান্দার, মিলন পিতা সত্তার , কোন কিছু না বলেই এলোপাতাড়িভাবে মারধর করে মৃত্যু ভেবে রাস্তায় ফেলে রেখে যায়। আহত শিক্ষকের ডাক চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকাছাড়া। বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, ঘটনা শুনেছি তবে এখনো কোনো অভিযোগ থানায় আসেনি।আসলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply