সোহরাব নির্বাহী সম্পাদক:
বরগুনায়,বাংলাদেশ হর্টিকালচার ফ্রুটস এন্ড নন ফুড ক্রপস অ্যাক্টিভিটি” নিরাপদ উন্নত জাতের সবজি উৎপাদন ও বাজার ব্যবস্থাপনা শীর্ষক সংযোগ স্থাপন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় , আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ চরফ্যাশন, ভোলা এর আয়োজনে । প্রোপ্রাইটর মেসার্স আকন ট্রেডার্স আতাউর রহমানের সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ চেয়ারপার্সন মোঃ সোলায়মান। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক গোলাম সরোয়ার চুন্নু, মশিউর রহমান বাবুল ,জসিম উদ্দিন সহ আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ (এসিসিএস) এর বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট মনিটরিং এন্ড এমআইএস অফিসার, সেলস অফিসার সহ আরো অনেকে। প্রথমে পরিচয়পর্ব, প্রোফাইল রেজিস্ট্রেশন ও এটেনডেন্স শীটে স্বাক্ষর গ্রহন , আদর্শ চাষী কো-অপারেটিভ সোসাইটি লিঃ (এসিসিএস )এর লক্ষ্য ও উদ্দেশ্য, আদর্শ চাষী এগ্রো কেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিঃ এসিসিএস এর সদস্য কর্তৃক উৎপাদিত সবজির নাম সম্ভাব্য জমির পরিমাণ ও সম্ভাব্য উৎপাদিত সবজির পরিমাণ, এসিসিএস কর্তৃক উৎপাদিত সবজির গুণগত মান, নিরাপদ সবজি বাজার ব্যবস্থাপনায় আড়তদারদের চাহিদা প্রত্যাশা ও পরামর্শ গ্রহণ, সবজির গুণগত মান নিশ্চিত ও গ্রেটিং প্রসেসিং ,প্যাকেজিং বিষয়ে আরতদারদের ধারণা প্রদান, সবজির চাহিদা ও প্রাপ্তি বর্ণনা এবং নিরাপদ সবজি উৎপাদন ব্যবস্থায় প্রান্তিক পর্যায়ের সাধারণ কৃষকদের প্রতিকূলতা সুযোগ ও ভবিষ্যৎ করণীয় সমাপনী, নিরাপদ সবজি বাজার ব্যবস্থাপনায় আড়তদারদের চাহিদা প্রত্যাশা ও পরামর্শ গ্রহণ আড়তদারদের প্রশ্ন ও উত্তর প্রদান, বর্তমান বাজারে সবজি উৎপাদনের অবস্থায় স্থানীয় পর্যায়ে চাহিদা প্রাপ্তি এবং প্রান্তিক পর্যায়ে সাধারণ কৃষকদের প্রতিকূলতার সুযোগ ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা করা হয়।
Leave a Reply