বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনার ,পাথরঘাটায় পরকীয়ায় লিপ্ত থেকে প্রবাসী স্বামীর ২৫ লক্ষ টাকা” ৩০ ভরি স্বর্ণ ও স্বামীর বসতঘরের প্রয়োজনীয় মালামাল নিয়ে ঘরের তালাবদ্ধ করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রানী বেগম নামের এক গৃহবধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের রায়হানপুর গ্রামে। স্থানীয় ও প্রবাসীর পরিবার সুত্রে জানা গেছে, মৃত্যু আমজেদ শিকদারের ছেলে প্রবাসী খোকন শিকদারের সাথে প্রায় ২৫ বছরপূর্বে পারিবারিক প্রস্তাবে একই গ্রামের চুন্নু হাওলাদারের কন্যা রানী বেগমের সাথে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাঁদের দুইটি সন্তান রয়েছে। ভালোই কাটছিল সুখের সংসার।
স্ত্রী-সন্তানের সুখের কথা চিন্তা করে দেশ ছেড়ে নয় বছর যাবত প্রবাসে থাকেন খোকন শিকদার , স্বামী প্রবাসে পরিশ্রম করে প্রতিমাসে স্ত্রী রানীর ব্যাংক এ্যাকাউন্টে টাকা পাঠান। স্বামী প্রবাসে থাকার সুযোগে একাধিক পরকিয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী রানী। একপর্যায়ে পরকীয়া প্রেমিক জামাল মেম্বার নামের এক ব্যক্তির সাথে অনৈতিক কার্যকলাপে স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। পরে সুকৌশলে গৃহবধূ পরকীয়া প্রেমিকের যোগসাজশে প্রবাসী স্বামী খোকন শিকদারের বিদেশ থেকে পাঠানো টাকা স্ত্রীর একাউন্টে রক্ষিত ২৫ লক্ষ টাকা ৩০ ভরি স্বর্ণালঙ্কার সহ বসত ঘরের প্রয়োজনীয় মালামাল নিয়ে ঘরে তালাবদ্ধ করে পালিয়ে যায়। উল্টো স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার হুমকি দেয়। প্রবাসী খোকন শিকদার প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply