মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি যশোর বেনাপোল ডিএসবি ৪ নং ও ঝিকরগাছা থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ১১ মামলার আসামী মোঃ সাগর (২৭), ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট ও ০১ টি মোটর সাইকেল এবং ৩ টি মোবাইল ফোন সহ গ্রেফতার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার,বিপিএম(বার),পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও কামাল হোসেন ভূঁইয়া অফিসার ইনচার্জ বেনাপোল পোর্ট থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ রোকনুজ্জামান, এসআই(নিঃ) মাসুম বিল্লাহ, এএসআই (নিঃ) সাজেদুর রহমান সকলেই বেনাপোল পোর্ট থানা,যশোর সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় বেনাপোল পোর্ট থানা এলাকা হতে অদ্য ২৬/০৩/২০২২ খ্রিঃ তারিখ ১৩:৪৫ ঘটিকার সময় বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামস্থ মোঃ বাবু এর বসত বাড়ীর সামনে বাঁশ বাগানের সামনে হইতে আসামী মোঃ সাগর (২৭), পিতা-মৃত শাহাদৎ হোসেন, সাং-কৃষ্ণনগর ডাক বাংলো পাড়া, থানা-ঝিকরগাছা, জেলা-যশোর কে ১। ৬০০ (ছয়শত) পিচ ইয়াবা ট্যাবলেট, ২। ০১ টি নীল রংয়ের APACHAE মোটর সাইকেল, ৩। ০৩ (তিন) টি মোবাইল ফোন সহ ধৃত করেন। এই সংক্রান্ত্রে বেনাপোল পোর্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য যে সিডিএমএস যাচাই করিয়া তার বিরুদ্ধে ০১ টি বিস্ফোরক মামলা, ০২ টি অস্ত্র মামলা, ০৫ টি মাদক মামলা, খুন সহ অন্যান্য মামলা ০৫ টি বিজ্ঞ আদালতে চলমান।
Leave a Reply