সোহরাব নির্বাহী সম্পাদক :
বরগুনার বেতাগীতে মুজিববর্ষের উপহার হিসেবে ঘর পেল গোয়াল ঘরে থাকা অসহায় গৃহহীন মকবুল হোসেন। মেয়রের নিজ অর্থায়নে পাকা বাড়ি নির্মাণ করে চাবি হস্তান্তর করেছেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির।
শুক্রবার (১৮ মার্চ) বেলা ১১ টায় পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির , মকবুল হোসেনকে এ চাবি হস্তান্তর করেন ,ঘর পে আনন্দ অশ্রু সিক্ত মকবুল ,এসময় বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম হাওলাদার, হোসনাবাদ ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান , সদর ইউপি চেয়ারম্যান কবির খলিফা, পৌর আওয়ামীলীগের সভাপতি বাবুল আক্তার, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য, উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য উল্লেখ্য, প্রতিবেশীর গোয়াল ঘরে বাস করা ৭৫ বছরের বৃদ্ধ মকবুল হাওলাদার ও তার ১৪ বছরের মেয়ের জীবন এখন বিপন্ন। গবাদিপশুর বর্জ্যরে মধ্যে নিরুপায় হয়ে বাস করা আশ্রয়হীন ওই বৃদ্ধর শেষ বয়সে যেন দেখারও কেউ নেই। তীব্র শীতে গোয়াল ঘরের স্যাঁতসেতে মেঝেতে বিছানো খরকুটা ছেড়া কম্বল এখন তার এবং মেয়ের ভরসা। রোগাক্রান্ত শরীর নিয়ে কোনদিন কখনও খেয়ে আবার কখনও না খেয়েই দিন যাচ্ছে ৭৫ বছরের মকবুল হাওলাদার এবং তার ১৪ বছর বয়সী মেয়ে মিম এর। এই মানবতার জীবনযাপনের বিষয়টি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উঠে আসলে,তাৎক্ষণিক পৌরমেয়র এর নাগো দর্পণে আসে। মেয়র অসহায় মকবুল হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে তার অবস্থা দেখে ওই অসহায় পরিবারের সকল দায়িত্ব বহন করার আশ্বাস দেন এবং একটি পাকা ঘর নির্মাণ করে দেন । আজ মুজিববর্ষের উপহার, মেয়রের নিজ অর্থায়নে পাকার ঘর নির্মাণ করেন এবং ঘরের শুভ উদ্বোধন করে চাবি হস্তান্তর করেন।
Leave a Reply