সোহরাব নির্বাহী সম্পাদক:
ইউক্রেনে রকেট হামলায় নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মৃতদেহ বরগুনায় তার নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পান্ন হয়েছে। গতকাল সোমবার রাত ৯টা ৫৫ তে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামে এ্যাম্বুলেন্স যোগে নিয়ে আসে তার স্বজনরা।
এসময় হাদিসুরের বাবা-মা ও স্বজনদের কান্না ও আহাজারীতে ভারী হয়ে ওঠে বরগুনার আকাশ। বড় ছেলের নিথর দেহ দেখে বার বার জ্ঞান হারাচ্ছে তার বাবা-মা। মঙ্গলবার সকাল ১০টায় বাড়ির পাশের মাঠে জানাজা নামাজ শেষে হাদিসুরের পারিবারিক কবরস্থানে দাদা-দাদীর কবরের পাশে সমাহিত করা হয়। এর আগে সোমবার বেলা ১২টার পর হাদিসুরের মৃতদেহ টার্কিশ এয়ারলাইস্নের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টার পরে মৃতদেহ নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওয়ানা করেন স্বজনরা। জানাজায় উপস্থিত থেকে হাদিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন। উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবিরসহ বরগুনা সর্বস্তরের মানুষ। উল্লেখ্য গত ২ মার্চ রাতে ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে পড়া বাংলাদেশি জাহাজ এমভি বাংলার সমৃদ্ধিতে রকেট হামলা চালায় রুশ সেনারা। এ হামলায় জাহাজের প্রকৌশলী হাদিসুর রহমান নিহত হন। পরের দিন ৩ মার্চ সন্ধ্যায় অক্ষত ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ ইউক্রেনের একটি বাংকারে নেয়া হয়। সেখানে হাদিসুরের মরদেহ রেখে বাকি নাবিকদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। গত ৯ মার্চ দুপুর ১২টার দিকে জীবিত নাবিকরা দেশে ফিরেছেন।
Leave a Reply