মোঃ সুমন মিয়া
সোমবার (১৪ মার্চ) পুলিশ সুপারের কার্যালয় জামালপুর এর সম্মেলন কক্ষে, ইসলামপুরের চাঞ্চল্যকর রিভলবার ও গুলিসহ সন্ত্রাসী গ্রেপ্তারের ঘটনায় সংবাদ সম্মেলন করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ।
পুলিশ সুপার মহোদয় বলেন, ইসলামপুর পৌর এলাকার গাওকুড়া-কাচারিপাড়া নামক স্থানে অস্ত্রের ভয় দেখিয়ে নাজমা আক্তারকে অপহরণ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি ইসলামপুর, জনাব মাজেদুর রহমান ও ইন্সপেক্টর(তদন্ত) জনাব মোকবির হোসেনের নেতৃত্বে এসআই মোঃ মাহমুদুল হক মোড়লসহ সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকস দল দুলাল হোসেন(৩৫), পিতা-মৃত আব্দুল খালেক কে একটি চায়নিজ রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে। এ সংক্রান্তে ইসলামপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply