সোহরাব বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল দশটায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমী হলরুমে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ,সাবেক মন্ত্রী , পঞ্চম বারের নির্বাচিত সফল সংসদ সদস্য, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু-এমপির সভাপতিত্বে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ডা: শাম্মী আহমেদ, সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ আনিসুর রহমান, সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ গোলাম রাব্বানী চিনু,সহ বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক , ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। এসময় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদ, কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে দেশবিরোধী শক্তি। দেশকে অস্থিতিশীল করতে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। স্বাধীনতাবিরোধী এসব অপশক্তিকে রুখতে আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে সদা প্রস্তুত থাকতে হবে। বিএনপি-জামায়াত যারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে হামলা করলো। দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের উপর ভর করে, অপপ্রচার করে, তথ্য সন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধা বিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার। বরগুনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভার সঞ্চালনা করেন,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আলহাজ্ব জাহাঙ্গীর কবির।
Leave a Reply