মাসুদ মৃধাঃ বাংলাদেশ স্কাউটস, রেলওয়ে অঞ্চলের আয়োজনে ১৩৯ তম স্কাউট ইউনিট লিডার স্কীল কোর্স ২৩/০২/ ২০২২ থেকে ২৬/০২/২০২২ পর্যন্ত কমলাপুর এ অনুষ্ঠিত হয়। কোর্স শেষে সকল শিক্ষার্থীর ভিতর সার্টিফিকেট বিতরণ করেন এবং সার্টিফিকেট গ্রহণ করেন গোল্ডেন ঈগল ওপেন এয়ার স্কাউট গ্রুপ এর গ্রুপ কোষাধক্ষ্য ও স্কাউট লিডার মোঃ মাসুদ মৃধা। প্রত্যেক শিক্ষার্থী সার্টিফিকেট গ্রহণ করেন এই কোর্সে অংশগ্রহণ করেন মোট ৪৫ জন প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণ করে এই কোর্সে প্রশিক্ষনার্থী হিসেবে অংশগ্রহণ করেন জনাব এম এম ফজলুল হক আরিফ- জাতীয় কমিশনার ( পিআরএম) ও জনাব মোঃ শাহ কামাল (কোষাধক্ষ্য ) বাংলাদেশ স্কাউটস,অসীম কুমার তালুকদার আঞ্চলিক কমিশনার,রেলওয়ে অঞ্চল ও জেনারেল ম্যানেজার, পশ্চিম, বাংলাদেশ রেলওয়ে রাজশাহী। ফরিদা ইয়াসমিন ডি.এন.সি (ফাউন্ডেশন). বাংলাদেশ স্কাউটস ও ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশ। এই কোর্সে স্কাউটিং বিষয়ে জানা-অজানা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন যেমন উচ্চতর দড়ির গেরো, হাইকিং, প্রাথমিক প্রতিবিধান ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষকদের মধ্যে রয়েছে জনাব প্রদীপ কুমার নাহা এলটি আঞ্চলিক উপ-কমিশনার, প্রশিক্ষণ, বাংলাদেশ স্কাউট রেলওয়ে অঞ্চল। আরো উপস্থিত আছেন জনাব শিরিন মাহমুদ রেখা এলটি, লিডার প্রতিনিধি বাংলাদেশ স্কাউট রেলওয়ে অঞ্চল। জনাব রওশান আরা এলটি, জনাব মোঃ নাজমুল হক টিটু এএলটি (সিএলটি সম্পূর্ণ ) আঞ্চলিক উপ-কমিশনার সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য বাংলাদেশ স্কাউট রেলওয়ে অঞ্চল জনাব কমল কান্তি এ এল টি সম্পাদক, জামালপুর জেলা রোভার। জনাব এস এম সালাউদ্দিন এএলটি। স্কাউট লিডার। ইমপিসা ওপেন স্কাউট গ্রুপ ঢাকা। জনাব হাফিজ জাহান এ এল টি,ইউনিট লিডার। জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ ঢাকা। জনাব মোঃ আব্দুর রহিম শিকদার উটব্যাজার। জেলা রোভার লিডার বাংলাদেশ স্কাউট পার্বতীপুর রেলওয়ে। জেলা স্কাউটার মোঃ রওশন আলী শামীম উটব্যাজার। জেলা কাব লিডার। বাংলাদেশ স্কাউট পাকশী রেলওয়ে জেলা। জনাব মোঃ আশরাফুল আলম এ এল টি ( সি এল টি সম্পূর্ণ )সম্পাদক, বাংলাদেশ স্কাউট পাহাড়তলী রেলওয়ে জেলা সহ সকল শিক্ষার্থীদের নিয়ে এই স্কিল কোর্স এর আয়োজন করে বাংলাদেশ স্কাউট রেলওয়ে অঞ্চল বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে শিক্ষার্থীদের কে।৪৫ জন প্রশিক্ষনার্থীদের ভিতর ৫ টি দলে বিভক্ত করে তাঁবুতে দেওয়া হয় প্রত্যেক দলে ৯ জন করে প্রশিক্ষনার্থী রয়েছে।ক্যাম্প শেষে সার্টিফিকেট বিতরণ করেন এরপর সমাপ্তি ঘোষণা করার পর সবাই যার যার নিজ স্থানে চলে যায়।
Leave a Reply