বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনার বদরখালী ইউনিয়নের, ঐতিহ্যবাহী ফুলঝুড়ি উপ স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
২৩ ফেব্রুয়ারি ,বুধবার বেলা ১১ টায়, সদর উপজেলার, বদরখালী ইউনিয়নের , ফুলঝুড়ি বাজারে মূল সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ মানববন্ধনে তিন উপজেলার, তিনটি ইউনিয়নের, বাজার ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরে জনগণ অংশ নেয়। এ সময় বক্তারা বলেন , ওমিক্রণ ও করোনাকালীন সময় রোগীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তিনটি ইউনিয়নের মানুষের বরগুনা সদর হাসপাতাল দ্রুত হাওয়ায় তাৎক্ষণিক রোগী নিয়ে যেতে অনেক বেগ পেতে হয়। বরগুনা জেনারেল হাসপাতালে ডাক্তার সংখ্যক থাকার কারণে চিকিৎসা সেবা থেকে রোগীরা বঞ্চিত হয়। তাছাড়া রোগীদের জন্য বেড সংখ্যকে থাকতে হয়। সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক উন্নয়ন করেছেন ,তারই ধারাবাহিকতায়, মাননীয় প্রধানমন্ত্রী ,স্বাস্থ্যমন্ত্রী , বরগুনা-১ আসনের সংসদ সদস্যর সুদৃষ্টি কামনা করেন, ভুক্তভোগী তিন ইউনিয়নের মানুষ । তিন উপজেলার শেষ মোহনা ফুলঝুড়ি বাজারের উপ স্বাস্থ্য কমপ্লেক্সটি অসুস্থ রোগীদের দুর্ভোগ লাঘবের জন্য ৫০শয্যা বিশিষ্ট হাসপাতালের জোর দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য খন্দকার সৈয়দ নজরুল ইসলাম মজনু,ফুলঝুড়ি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) সিনিয়র শিক্ষক ,নিখিল চন্দ্র বাবু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, যুবলীগ নেতা শাকিল, বাদল সিকদার, রাসেল মিয়া ,সমাজসেবক সেলিম মিয়া , মাসুদ এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply