বরগুনা জেলা সংবাদদাতা:বরগুনার বেতাগী উপজেলার , মোকামিয়া ইউনিয়নের ছোট মোকামিয়া খাল, আকনের খাল, করুনার খাল, চালিতাবুনিয়ার খাল খনন প্রকল্পে বাম্পার ফলনের স্বপ্ন দেখছে হাজারও কৃষক। অতীতে জমি থেকে ধান কেটে বাড়িতে নিয়ে আসা বিরম্বনা সৃষ্টি ও রোপণের পর পরিচর্যার জন্য দিনের পর দিন বৃষ্টির জন্য অপেক্ষা করতে হলেও এবার আর সেই অপেক্ষা করতে হচ্ছে না। খাল খননে জমির জন্য সহজেই পানির ব্যবস্থা নিশ্চিত করা ও নতুন রাস্তা তৈরি হওয়ায় খুশি এখানকার কৃষকরা । খাল খননে পানি সেচের সুবিধা বেশি পাওয়ার কারণে কৃষকদের ফলন বৃদ্ধি পেলে তারা আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি রাস্তা হওয়ার কারণে তাদের মাঠের ফসল ঘরে তুলতে সহজ ও খরচ হবে কম।খালের পাশ ঘেঁষে বশবাসরত ওই এলাকার কৃষক জমি চাষ করে জীবিকা নির্বাহ করছেন। পানি দেয়ার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জমি চাষের পর ফাল্গুন-চৈত্র মাসের শেষের দিকে বৃষ্টির জন্য কৃষকদের অপেক্ষা করতে হতো। আবার বৈশাখে ঝড়-বৃষ্টিতে তাদের কষ্টার্জিত ফসল বাড়িতে নিতে অনেক বেগ পেতে হতো।দীর্ঘদিন ধরে তাদের এমন দুর্ভোগ দেখে ওই ইউনিয়নের দুই ইউপি সদস্যর সহযোগিতায় এলজিইডির মাধ্যমে খাল খনন করে। খাল খননের পর কৃষকের জমির পানির সমস্যা সমাধানের সহজেই কৃষকরা তাদের জমির ধান বাড়িতে নিয়ে যেতে পারবেন। এখন আর জমিতে পানি দেয়ার জন্য বৃষ্টির অপেক্ষা করতে হবে না। খাল খননের ফলে খালে পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রয়েছে। ফলে কৃষকরা সহজেই জমিতে পানি দিতে পারবেন।স্থানীয় কৃষকরা বলেন, খাল খননের মাধ্যমে জমিতে এখন পানি দিতে কোনো সমস্যা হয় না। একই গ্রামের কৃষক ও ইউপি সদস্য জানান, খাল খননের মাধ্যমে এলাকার কৃষকদের পানি সমস্যার সমাধান হয়েছে। খননের ফলে দু’পাড়ে রাস্তা হওয়ার কারণে কোলা (বিল) থেকে ধান আনতে অসুবিধা হবে না। এখন ট্রলির মাধ্যমে ধান আনতে পারবেন। খাল খননের আগে জমিতে পানি দিতে হতো। এখন খালের পানি জমিতে ব্যবহার করতে পারবেন তারা।জেলা নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরগুনা এসকে আরিফুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে ওই সমস্ত গ্রামের কৃষকরা পানির অভাবে দুশ্চিন্তায় থাকতো। ধান বের হওয়ার সময় পানির অভাবে অধিকাংশ ধানেই চিটা হতো। এ বিষয়ে গ্রামের লোকজন আমাদের কাছে সহযোগিতা চেয়েছিল। খাল খননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের এ সমস্যা দুর হয়ে যাবে। উপকৃত হবে খালের দু’পাড়ের মানুষ। অপরদিকে নতুন মাটির রাস্তা তৈরি হওয়াতে আগামী বৈশাখ মাসে জমি থেকে ধান কেটে সহজেই কৃষকরা বাড়িতে কিংবা গোলায় নিয়ে আসতে পারবে।
Leave a Reply