সোহরাব বরগুনা জেলা সংবাদদাতা:রবি প্রণোদনা ২০২১-২২ অর্থবছরের বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদের আওতায়রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বরগুনার বেতাগীতে চারা রোপণের শুভ উদ্বোধন করেন,অনুষ্ঠানে প্রধান অতিথি বরগুনা -২ আসনের সংসদ সদস্য, আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন-এমপি।বৃহস্পতিবার বেলা ১১ টায় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন এর সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল হোসেনের পরিচালনায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে চারা রোপণের শুভ উদ্বোধন করা হয়, এসময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বরগুনা, এএসএম জোবায়দুল আলম, অতিরিক্ত উপ-পরিচালক এস এম বদরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম পিন্ট, অত্র ইউনিয়নের কৃষক সহ আরো অনেকে।প্রধান অতিথি আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন এমপি বলেন, আমরা আধুনিক যুগে চলে এসেছি। কে নিয়ে আসছে আধুনিক যুগে ওই যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। সে বলছে যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা অর্থে স্বয়ংসম্পূর্ণ হব, আমরা প্রত্যেকটা লোক ভালো থাকবো ,আমাদের বিদেশিদের সাহায্য নিতে হবে না। আমরা স্বয়ংসম্পূর্ণ একটি সোনার বাংলাদেশ গড়ব। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে, করার পর আমরা কিন্তু সুফল পায়নি। সেই সফল কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে ।
Leave a Reply