বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনা সদর উপজেলার ,এম বালিয়াতলী ইউনিয়নের আমলকীতলা গ্রামের মৃত্যু আবুল হাশেম এর ছেলে মতিউর রহমান এর নিজ ভোগ দখলীয় দোকান ঘর নির্মাণে চাঁদা টাকা দাবি, টাকা না দেয়ায় মারধরের অভিযোগে ভুক্তভোগী সহ ব্যবসায়ীরা চাঁদাবাজদের বিরুদ্ধে মানববন্ধন করেছে।
শুক্রবার বেলা ১১ টায় পরীরখাল বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন অত্র বাজারের সকল ব্যবসায়ীরা। তারা অভিযোগ করে বলেন , এলাকার চাঁদাবাজ কবীর মিয়া ,জাহাঙ্গীর হোসেন ,ওবায়দুল, কবীর ,আব্দুল হাই ,বেল্লাল, ছগির সহ ৮/১০ জন অপরিচিত ব্যক্তি দোকান ঘর মালিক ভুক্তভোগী মতিউর রহমান সহ তিনজন কাঠমিস্ত্রি দোকান ঘরের সংস্কার কাজ করিতে আসিলে ১ লক্ষ ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা টাকা দিতে অসম্মতি করলে ,সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে ঘর মালিক মতিউর রহমান সহ কাঠমিস্ত্রিদের এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলে ঘর মালিক ও মিস্ত্রি গুরুতর আহত হয় । ঘরের প্রায় লক্ষাধিক টাকার যাবতীয় আসবাবপত্র ও মিস্ত্রিদের হাতিয়ার নিয়ে যায়। মানববন্ধনে বক্তারা আরো জানান ওই বাজারে কোন ঘর নির্মাণ কাজ করতে গেলে অভিযুক্তদের দিতে হয় মোটা অংকের চাঁদা। ভুক্তভোগী ও ব্যবসায়ীরা পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
Leave a Reply