সোহরাব বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১২৭৭ পিস ইয়াবসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা জেলা গোয়েন্দা ডিবি পুলিশ।
সোমবার ভোর ৪.০০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির অফিসার ইনচার্জ আবিদুর রহমানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) , বরগুনা’র নিরস্ত্র পুলিশ পরিদর্শক আরিফুল ইসলাম, এসআই ( নিঃ ) গোলাম সরোয়ারসহ ডিবি’র একটি চৌকস টিম বরগুনা জেলার বেতাগী থানাধীন কিসমত ভোলানাথপুর ও করুণা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি অভিযান পরিচালনা করে যথাক্রমে মাদক ব্যবসায়ী রিপন হাওলাদার ( ৩৬ ) পিতা – মৃত ইসমাইল হাওলাদার , সাং -০৬ নং ওয়ার্ড , বেতাগী পৌরসভা , বর্তমান সাং – কিসমত ভোলানাথপুর , থানা – বেতাগী , জেলা – বরগুনা ,আব্দুর রব ( ৪০ )পিতা মৃত আঃ রশিদ হাওলাদার , সাং- মঠেরখাল , থানা – পাথরঘাটা , জেলা – বরগুনা, জসিম ( ৩২ ) পিতা – মৃত সোলায়মান , সাং – পূর্ব মাদারবাড়ী , ২৯ নং ওয়ার্ড , চট্টগ্রাম সিটি কর্পোরেশন , থানা – সদরঘাট , জেলা – চট্টগ্রাম’দেরকে গ্রেফতার করে আসামী রিপন হাওলাদার এর নিকট হতে ২৭ পিচ , আব্দুর রব এর নিকট হতে ১০৫০ পিচ এবং জসিম এর নিকট হতে ২০০ পিচসহ সর্বমোট ১২৭৭ ( এক হাজার দুইশত সাতাত্তর ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন । সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনর্চাজ আবিদুর রহমান তিনি বলেন, বরগুনা পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গির মল্লিক এর দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে তিন জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত জসিম কক্সবাজার জেলার টেকনাফ হতে উল্লেখিত ইয়াবা ট্যাবলেট এনে আব্দুর রব এর নিকটসহ অত্র এলাকার বিভিন্ন জনের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করেন এবং নিজ হেফাজতে রাখেন । এছাড়া গ্রেফতারকৃত রিপন হাওলাদার একজন পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রেখে পাইকারী ও খুচরা বিক্রয় করেন । এ সংক্রান্তে গ্রেফতারকৃত রিপন হাওলাদার এর বিরুদ্ধে বরগুনা জেলার বেতাগী থানার মামলা নং -০৪ , তারিখ : ০৭-০২-২০২২খ্রি . ধারা – মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর ৩৬ ( ১ ) সারণীর ১০ ( ক ) এবং গ্রেফতারকৃত আব্দুর রব এবং জসিম’দ্বয়ের বিরুদ্ধে বেতাগী মামলা নং -০৫ , তারিখ : ০৭-০২-২০২২খ্রি . ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮ এর ৩৬ ( ১ ) সারণীর ১০ ( ক ) রুজু করা হয়েছে ।
Leave a Reply