জামালপুরে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৯৭৪ সালে বঙ্গবন্ধু প্রবর্তিত জামালপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরন করা হয়েছে। ২৬ জানুয়ারি বুধবার উপজেলার আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএন) লিটুস লরেন্স চিরান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুর সদর -৫ আসনের সাংসদ আলহাজ্ব ইন্জিনিয়ার মোজাফফর হোসেন সিআইপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবুল হোসেন, জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মোঃ আবু ইলিয়াস মল্লিক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শাহাদত হোসেনের সঞ্চালনায় ১১৬ জনের মাঝে ২৪ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply