নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার কৃতিসন্তান পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম শানতু বাংলাদেশ পুলিশের রাষ্ট্রীয় সর্বোচ্ছ খেতাব ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাওয়ায় প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মো. আমিনুল ইসলাম রিপন। সাংবাদিক রিপন বলেন, ‘কাজের স্বীকৃতি হিসেবে মো. সাইফুল ইসলাম শানতু বাংলাদেশ পুলিশের রাষ্ট্রীয় সর্বোচ্চ খেতাব ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পাওয়ায় আমি ব্যক্তিগতভাবে যেমন আনন্দিত, তেমনি বরগুনার সন্তান হিসেবেও গর্বিত। তাকে প্রাণঢালা অভিনন্দন। এই খেতাব পাওয়ার মধ্যদিয়ে বরগুনাবাসীর মুখ তিনি উজ্জ্বল করেছেন।’ মো. সাইফুল ইসলাম শানতু খেতাব পাওয়ায় বরগুনার সাংবাদিক ও সুশীল সমাজ অভিনন্দন জানিয়েছেন দেশের এই সাহসী পুলিশ কর্মকর্তাকে। উল্লেখ্য, বরগুনার মেধাবী সন্তান অতিরিক্ত পুলিশ সুপার থেকে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে মো. গাইফুল ইসলাম সানতু পুশিল পদে কিছুদিন আগে পদোন্নতি পাওয়া পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুভানুধ্যায়ীরা তাকে প্রাণঢালা অভিনন্দন জানান। বরগুনা শহরের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম হামিদ এবং অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষাকর্মকর্তা নূরজাহান বেগমের সন্তান মো. সাইফুল ইসলাম সানতু ২০০৮ সালে বিসিএস উত্তীর্ণ হওয়ার পরে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করে বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসাপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে যোগদান করেন। ব্যারিস্টারি পড়া অসমাপ্ত রেখেই তিনি পুলিশ কর্মকর্তার চাকরিতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে দেশের এই পুলিশ কর্মকর্তা একজন সদালাপি ও সজ্জন ব্যক্তি।
Leave a Reply