বরগুন জেলা সংবাদদাতা :বরগুনায় পাওনা টাকা চাইতে গিয়ে টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলা দেয়ার হুমকি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বেতাগী উপজেলার ,কাজিরাবাদ ইউনিয়নের ,ইউপি সদস্য বেলাল হোসেন।আজ সকাল সাড়ে নয়টায় বরগুনার সাংবাদিক ইউনিয়নের হলরুমে এ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন অভিযুক্ত ব্যক্তি বেতাগী উপজেলার উত্তর বেতমোর গ্রামের চুন্নু হাওলাদারের ছেলে শাকিল । তার বোনাই সুজনের মাধ্যমে চার লক্ষ টাকা ব্যবসার জন্য ধার নেয় শাকিল। শর্তমতে একশত টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে টাইপ করা লিখিত কাগজে স্বাক্ষর দিয়ে গ্রহণ করে শাকিল। উক্ত পাওনা টাকা চাইলে টাকা না দিয়ে উল্টো প্রতারণার মামলা সহ প্রাণনাশের হুমকি দেয়। নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের সহযোগিতা চান।
Leave a Reply