মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোর্টার।
ফেনীর দাগনভূঞা থেকে ইয়াবাসহ ছয়টি মাদক মামলার আসামি আবুল বাশার রাজীবকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে তাকে উপজেলার দক্ষিণ আলাইয়াপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাজীব ওই গ্রামের আবু তাহেরের ছেলে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ সদস্যরা। এসময় তাকে নিজ বাড়ি থেকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দাগনভূঞা থানায় ছয়টি মাদক মামলাসহ আরও কয়েকটি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply