মোঃ ইকবাল মোরশেদ : স্টাফ রিপোর্টার।
আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিডা ভবনে ঢাকা জেলার নবাবগঞ্জ, দোহার ও কেরানীগঞ্জ উপজেলায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্পর্কে জানার জন্য,
এক আলোচনা আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়। সভায় আলোচনা করছেন মাননীয় মন্ত্রী তাজুল ইসলাম ও অন্যান্য মন্ত্রীগণ সচিবগণ উপস্থিত ছিলেন
উক্ত সভা পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ
এই সম্পর্কিত আলোচনাসহ ‘মডেল উপজেলা কমপ্লেক্স থ্রো পিপিপি’ শীর্ষক একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা তুলে ধরেন।
এসময়, আরো উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ ।
Leave a Reply