আজ সাংবাদিক বেল্লাল হোসেন বাবু ’র শুভ জন্মদিন! মুক্তির সংবাদ
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পুনরুত্থান পত্রিকার নাটোর জেলা প্রতিনিধি বেল্লাল হোসেন বাবু ‘র শুভ জম্মদিন আজ ।
আজকের এই দিনে ১৫ জানুয়ারী নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিনাহার গ্রামের একটি মুসলিম সম্ভান্ত্র পরিবারে তিনি জম্মগ্রহন করেন।
গত ৩ বছর যাবত সততা ও ন্যায়ের সাথে সাংবাদিক বেল্লাল হোসেন বাবু ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পুনরুত্থান পত্রিকায় কাজের মাধ্যমে মহান এই পেশায় যুক্ত হয়েছিলেন ।
তরুন এই কলমযোদ্ধা সাংবাদিক জাহাঙ্গীর আলম অতীতে জাতীয় ও স্থানীয় ভিবিন্ন গণমাধ্যমে সুনামের সাথে কাজ করেছেন।
তাছাড়া এই তরুণ সাংবাদিক দেশের চলমান বিভিন্ন বিষয় নিয়ে কলাম লিখে সুনাম অর্জন করেছেন। তার লেখার মধ্যে আছে , করোনায় বাড়ছে দ্রারিদ্রতা, করোনা কালীন সাংবাদিক্তা, ডিজিটাল বাংলাদেশের একযুগ পুর্তি সহ ভিবিন্ন বিষয়ে লেখা লেখি করেন। এবং তিনি একজন সংগঠক। সামাজিক সংগঠনের ভিবিন্ন দ্বায়িত্বে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
বেল্লাল হোসেন বাবু ”র শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নাটোর জেলার সিংড়া উপজেলা সহ বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকগণ, রাজনৈতিক,সাংস্কৃতিক, প্রশাসনিকসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ ।
সাংবাদিক বেল্লাল হোসেন বাবু তার শুভেচ্ছা বার্তায় বলেন,
সাংবাদিক এর কলম হোক দেশ ও মানুষের জন্য,সত্য প্রকাশে অঙ্গিকার।
সাংবাদিক কলম সৈনিক।
সাংবাদিক জাতির বিবেক।
সাংবাদিকগণ হুমকিতে ভয় পায় না।
আপনি সরকারী বড় কর্মকর্তা?
আপনার ক্ষমতা সততার সহিত চলিলে আপনার চাকুরীর মেয়াদ ৩০ বছর।
আপনি রানিং চেয়ারম্যান?
আপনার ক্ষমতার চেয়ার ৫ বছর।
কিন্ত সাংবাদিক সততার সহিত চলিলে আল্লাহ সন্মান দিবে দুনিয়া ও আখিরাতে।
বিধায় কাহারও হুমকিতে ভয়ের কোন কারণ নেই।
যে সকল সাংবাদিক হুমকিতে ভয় পায় তাদের এই মহান পেশা ছেড়ে দেওয়াই উত্তম বলে মনে করি।
হুমকির ভয়ে সত্য প্রকাশে বন্ধ রাখার চাইতে এই পেশার নাম ভাঙ্গিয়ে চলার দরকার নাই বলে মনে করি।
সত্য বলতে দ্বিধা করিনা, অন্যায়ের সাথে আপোষ করিনা।
Leave a Reply