সোহরাব বরগুনা জেলা সংবাদদাতা:
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বরগুনা কর্তৃক মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ কার্যক্রম অর্থবছর ২০২১-২০২২ এলজিইডির আয়োজনে, বরগুনা সদর বরগুনা টু বরিশাল আঞ্চলিক সড়কে এলজিইডি বরগুনার আওতাধীন জেলার সকল উপজেলার সড়ক ও ইউনিয়ন সড়ক পেভমেন্ট, মােবাইল মেইন্টেনেন্স টিম দ্বারা নিয়মিতভাবে রক্ষণাবেক্ষণ পাকা সড়কের মােবাইল মেইন্টেন্সের নির্মাণ কাজ পরিদর্শন করেন ,এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলীর এস কে আরিফুল ইসলাম ।
সোমবার বেলা সাড়ে ১১ টায় তিনি এ নির্মাণকাজের পরিদর্শন করেন । এসময় জেলা এলজিইডির সিনিয়র সহকারি প্রকৌশলী হোসেন আলী মীর , সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী জিয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন, এলজিইডি জেলার নির্বাহী প্রকৌশলী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার স্বপ্নের সােনার বাংলা গঠনে আজ নিরলস কাজ করে যাচ্ছেন। আর সেই স্বপ্ন পূরণে এলজিইডি সর্বদায় অগ্রণী ভূমিকা পালন করছে। উন্নয়নের লক্ষ্য অর্জনে পরিবহন তথা সড়ক ও সেতু ব্যবস্থার কোন বিকল্প নেই।
আর এরই ধারাবাহিকতায় বরগুনা জেলার উন্নয়নে এলজিইডি বরগুনা পাকা সড়ক নির্মাণ করেছে যার সুফল বর্তমানে দৃশ্যমান। বরগুনা জেলার মানুষ বর্তমানে সহজে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত ও পণ্য পরিবহন করতে পারছে যা তাদের জীবিকা, কর্মসংস্থান এবং জীবন যাত্রার মানকে আরও উন্নততর করেছে। শুধু নির্মাণ নয়, সড়ক যােগাযােগ সার্বক্ষনিক ভাবে সচল রাখতে সড়ক রক্ষণাবেক্ষণ ও এলজিইডি এর একটি নিয়মিত কার্যক্রম। তিনি বলেন, দেশে বিপুল সংখ্যক গ্রামীণ সড়ক নেটওয়ার্কে বছরব্যাপী সকল ধরনের যানবাহন চলাচলের জন্য নিরাপদ ও যথাযথ উপযােগী রাখার স্বার্থে নিয়মিত সড়কের সময়ােচিত রক্ষণাবেক্ষণের বিকল্প নেই। গ্রামীণ অতি দরিদ্র ও Covid-19 এ সৃষ্ট বেকারত্ব নিরসনের লক্ষ্যে বরগুনা জেলায় প্রধানমন্ত্রীর গৃহীত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় অসহায় ও দুস্থ মহিলা সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণের শ্রমঘন কাজে সার্বক্ষনিক ভাবে নিয়ােজিত থেকে সড়ক সংস্কার কর্মসূচীকে আরও বেশি গতিশীল করেছে।
Leave a Reply