বরগুনা জেলা সংবাদদাতা:ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের নিয়োগ বিধি সংশোধন ও বেতন স্কেল উন্নীতকরণে ভূমি মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার ও ২০১০ সাল থেকে উন্নীত বেতন স্কেলের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বরগুনাতে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বরগুনা জেলা শাখা।বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবার বরগুনা জেলা প্রশাসক জনাব হাবিবুর রহমান এর কাছে এই ২ দফা দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।দাবি সমূহ হলো, আগামী ১৫ জানুয়ারির মধ্যে ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেল বাস্তবায়নের জন্য ভূমি মন্ত্রণালয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করা এবং আগামী তিন মাসের মধ্যে ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ ও পদোন্নতি প্রদান করা। এ সময় বরগুনা জেলা ভুমি অফিসার্স কল্যান সমিতির উপদেষ্টা শংকর কুমার রায় বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও সহকারী ভূমি-সহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার করে জিও ইস্যুর তারিখ হতে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত আমরা আল্টিমেটাম দিচ্ছি। এর মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি দিবো।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি বরগুনা জেলা শাখার সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে।
Leave a Reply