স্বরূপকাঠি(পিরোজপুর) প্রতিনিধি, শেখর মজুমদার
স্বরূপকাঠিতে ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে উপজেলা ও পৌর ছাত্রলীগের আলাদা আলাদা মিছিলে সংঘর্ষে দুই জন আহত হয়েছে। সংঘর্ষে পৌর ছাত্রলীগের দীপু বিশ্বাস ও উপজেলা ছাত্রলীগের স্বপন মজুমদার আহত হয়েছে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসা দেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজ কিবরিয়া জানান উভয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীপ বিশ্বাসের নাকে আঘাত। এখনো রক্তক্ষরন হচ্ছে। পরীক্ষা নিরিক্ষা করে দেখা হচ্ছে।
ওসি আবীর মোহাম্মদ হোএসন বলেন, একই সংঘঠনের দুই গ্রুপের সংঘর্ষ এটা লজ্জাস্কর বিষয়। এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply