সোহরাব বরগুনা জেলা সংবাদদাতা:
বরগুনা সদর উপজেলার মীর মহল বাজার-বেতাগী উপজেলার জনতা বাজারের সংযোগ সড়ক বর্ডার খালের ৮০ মিটার পুরাতন জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ ব্রিজটি পূর্ণ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী ও পথচারীরা।
সোমবার ০৩ জানুয়ারী সকাল দশটায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের ,জনতা বাজার সদর উপজেলার, ফুলঝুড়ি ইউনিয়নের , মীর মহল বাজারের যৌথ উদ্যোগে, সমাজসেবক এনায়েত ভুইয়ার নেতৃত্বে, ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় ভুক্তভোগী ও এলাকার সমাজসেবক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমাজসেবক এনায়েত হোসেন ভূঁইয়া , ইউপি সদস্য মোঃ আলকাছ হোসেন ,ঠিকাদার ও সমাজসেবক রফিকুল ইসলাম রাজ্জাক , ইউপি সদস্য আলমগীর হোসেন , মীর হেলাল সহ আরও অনেকে বলেন, দীর্ঘদিন যাবত ব্রিজটি অকেজো হয়ে পরে রয়েছে। কিন্তু ঝুঁকিপূর্ণ ব্রিজটি দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ও স্কুলগামী শিক্ষার্থীরা যাওয়া আসা করে। প্রতিদিন ঘটে বড় ধরনের দুর্ঘটনা, এরপরেও নেই কোন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভুমিকা। ব্রিজটি পূর্ণ নির্মাণের দাবি জানান তারা।
Leave a Reply