দুই বছর আগেও নতুন বছর ও শিক্ষাবর্ষের শুরু মানেই ছিল সারা দেশে স্কুলে স্কুলে উৎসব। শিক্ষার্থীরা দল বেঁধে খালি হাতে স্কুলে গিয়ে আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে বিনা মূল্যে পাওয়া নতুন বই হাতে নিয়ে বাড়ি ফিরত। কিন্তু দুই বছর ধরে সেই আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে রেখা টানল করোনার সংক্রমণ। তবে বই বিতরণের কাজে বড় বাধা হতে পারেনি করোনার সংক্রমণ। ভিন্ন প্রক্রিয়ায় বছরের শুরুর দিনেই আজ শনিবার সারা দেশে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই দেওয়ার কাজ শুরু হয়েছে। এক দিনে বা একসঙ্গে বই না দিয়ে ভিন্ন ভিন্ন দিন বা সময়ে দেওয়া হচ্ছে বিনা মূল্যের বই। ফলে এবার বই বিতরণের কাজটি চলবে আরও কয়েক দিন। রাজধানীসহ সারা দেশের বই উৎসবের প্রথম দিনের ছবি দিয়ে সাজানো এই ছবির গল্প
Leave a Reply